
নিউজ ডেস্ক:
শুক্রবার (৫ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক ইফতার মাহফিলে বিএনপির আন্দোলন কখনই নস্যাৎ হয়নি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধীরে ধীরে ইটের ওপর ইট গেঁথে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। আন্দোলন থামবে না।
মির্জা ফখরুল বলেন, বিএনপি ডান-বাম সবগুলো দলকে এক করে আন্দোলন করছে। অনেকেই ভাবছেন বিএনপির আন্দোলনে ২৮ অক্টোবরের পর নস্যাৎ হয়ে গেছে, কখনই না। আন্দোলন আরও শক্তিশালী হয়েছে।
তিনি বলেন, গোটা দেশ ভয়াবহ পরিস্থিতির মধ্যে যাচ্ছে। সরকার সবকিছু তছনছ করে দিচ্ছে। বর্তমান সরকারের হাত থেকে গণমাধ্যমও রেহাই পায়নি। মনে হয় না এটা স্বাধীন রাষ্ট্র, মনে হয় ফ্যাসিবাদী রাষ্ট্র।
বিএনপির এই নেতা বলেন, আমাদের জাতীয় ঐক্য আরও সুদৃঢ়ভাবে গড়ে তুলতে হবে। জাতীয় ঐক্য ও জনগণের শক্তির মধ্য দিয়ে এই ভয়াবহ দানবকে পরাজিত করতে হবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) যৌথভাবে এই ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতারে বিএনপির নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ অংশ নেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.