
মোঃ তৈয়্যবুর রহমান, চর ফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অন্তর্ভুক্ত ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির অন্তর্ভুক্ত দক্ষিণ আইচা সাব জোনাল অফিসের আওতাধীন দ্বীপ চর কুকরি মুকরি পল্লী বিদ্যুতের সাবমেরিন ক্যাবলের নৈশ্যপ্রহরী ইসমাইল হোসেন এর বিরুদ্ধে দায়িত্ব পালন না করে বেতন উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে গত বছরের ২০২১সালে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শতভাগ বিদ্যুৎ চরকুকি মুকরি ইউনিয়নে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ১০ হাজার চর বাসীকে বিদ্যুৎ সুবিধা দেওয়া হয়। এবং উক্ত সাবমেরিন ক্যাবলের মাধ্যমে যে কোন দুর্ঘটনা এড়াতে দু মাতায় নৈশ্যপ্রহরী নিয়োগ প্রদান করেন ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি।নিয়োগে দেখা যায় সাবমেরিন ক্যাবলের নৈশ্যপ্রহরী হিসেবে ইসমাইল হোসেন নামে এক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশ্ন এখানেই থেকে যায় একজন নৈশ্যপ্রহরী ডিউটি পালন না করে কিভাবে প্রতিমাসে বেতন উত্তোলন করে?
গতকাল রাত ১০ ঘটিকার সময় সরেজমিন অনুসন্ধান কালে দেখা যায় চর কুকরি মুকরি সাবমেরিন ক্যাবল সংলগ্নে কোন নৈশ্যপ্রহরীকে দেখা যায়নি। সূত্র জানায় ইসমাইল হোসেন সাবমেরিন ক্যাবল এর কাছে ডিউটি পালন না করে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়।এবং দায়িত্ব পালন না করে নিজের ক্ষমতা অপব্যবহার করে মাসে মাসে বেতন উত্তোলন করে নেয়। এদিকে দক্ষিণ আইচা পল্লী বিদ্যুৎ অফিসের এক কর্মচারী বলেন নৈশ্যপ্রহরী দেলোয়ার হোসেন ডিউটি না করে বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে মাসে মাসে বেতন হাতিয়ে নিচ্ছে।
এই ব্যাপারে দক্ষিণ আইচা সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার বলেন,এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.