
মোঃ আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে মরহুম, প্রাক্তন চেয়ারম্যান শেখ আব্দুল করিম এর সুযোগ্য সন্তান আমেরিকা প্রবাসী শেখ জিল্লুর রহমানের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারোও ২ হাজার দরিদ্র অসহায় পরিবারের মাঝে শাড়ি কাপড় বিতরণ করা হয়েছে।
রৌমারী উপজেলার টাপুরচর স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা, শৌলমারী, বন্দবেড়, রৌমারী, যাদুরচর ও চরশৌলমারী ইউনিয়নসহ ৬টি ইউনিয়নের অসহায় মানুষদের মাঝে শাড়ী কাপড় বিতরন করা হয়েছে। এসময় সামছুল দোহা বলেন, হত-দরিদ্ররা প্রবাসী জিল্লুর রহমানের দেওয়া শাড়ী কাপড় পেয়ে প্রাণ ভরে দুহাত তুলে দোয়া করেন।
অভাবের সময় জিল্লুর রহমানের সহযোগিতাকে আন্তরিকভাবে প্রসংশা করেছে উপজেলার সচেতন ব্যক্তিবর্গরা। তারা আরোও বলেন, প্রবাসী জিল্লুর রহমানের মতো অনেক টাকার মালিক রৌমারীতে রয়েছে তাদের কিন্তু গরিবদের সহযোগিতা করার মতো মনমানসিকতা নেই। শাড়ী কাপড় বিতরণের সময় উপস্থিত ছিলেন বন্দবেড় ইউনিয়ন যুবলীগের সভাপতি সামসুল দোহা, সহকারী শিক্ষক হাফেজ আল শান্ত, ইউপি সদস্য শাহ্ আলম, রেজাউল করিম পান্না, লুৎফর রহমান, সাইফুল ইসলাম,রেজাউল করিম প্রমূখ। বিতরন সহযোগীতায় সামছুল দোহা, প্রভাষক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.