
শাহরিয়ার শাকিল বড়লেখা প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগ বড়লেখা পৌর শাখার উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতিবারের ন্যায় এবারও পবিত্র রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ বড়লেখা পৌর শাখা।
এ উপলক্ষে সোমবার (৮ এপ্রিল) বেলা আড়াই টায় পৌর শহরের উপজেলা চত্ত্বর প্রাঙ্গনে পৌর শাখার কার্যালয়ের সম্মুখে বড়লেখা পৌর ছাত্রলীগের সভাপতি আলী হোসেনের সভাপতিত্ত্বে সিনিয়র ছাত্রনেতা কবির আহমদের সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হেলাল, শাখার যুগ্ম সাধারণ সম্পাদক,বিবেকান্দ দাস নান্টু,বড়লেখা উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ,বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বড়লেখা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মুহাম্মদ তাজ উদ্দিন,বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েল, বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সিনিয়র সহ সভাপতি সিদ্রাতুল কাদের আবির, সাংগঠনিক সম্পাদক, শফিউস সামাদ জুয়েল, বাংলাদেশ ছাত্রলীগ, এমসি কলেজ শাখার সাধারণ সম্পাদক ইমতিয়াজ শোভন, বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুহতাসিম মাহদী,বড়লেখা পৌর ছাত্রলীগ নেতা সুপ্রজিৎ কুমার দাস, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, নয়ন আহমদ,ফাহাদ আহমদ, আলা উদ্দিন হোসেন বায়েজিদ, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তানিম ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.