সম্পাদক

নিউজ ডেস্ক:

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় ঈদগাহে ‘পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনা’ সংক্রান্ত আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান জানান বান্দরবানে সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) যে অপতৎপরতা চলছে, এসব ঘিরে রাজধানীতে কোন শঙ্কা নেই।

তিনি বলেন, সারাদেশের সার্বিক ব্যবস্থা পর্যবেক্ষণ করে ঈদে ডিএমপি এলাকার নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। পাহাড়ে কেএনএফ’র বিষয় ডিএমপি এলাকায় কোন শঙ্কা নেই। যে জঙ্গি সংগঠনের সঙ্গে কেএনএফ’র সংশ্লিষ্টতা ছিল তাদেরও তৎপরতা নেই।

এখন পর্যন্ত ঈদ ঘিরে কোন ধরনের জঙ্গি তৎপরতার আগাম খবর নেই। তারপরেও সকল বিষয় পর্যবেক্ষণ করে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।