
আন্তর্জাতিক ডেস্ক:
লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ’র একজন কমান্ডার নিহত হয়েছেন। এই হামলায় আরও অন্তত দুজন নিহত হয়েছেন।আল জাজিরা জানিয়েছে, গতকাল (৮ এপ্রিল) স্থানীয় সময় সোমবার একটি বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, দক্ষিণ লেবাননের সুলতানিয়ায় বিমান হামলায় হিজবুল্লাহ গোষ্ঠী অভিজাত রাদওয়ান বাহিনীর কমান্ডার আলি আহমদ হুসেইন নিহত হয়েছেন।
ইসরায়েল অভিযোগ করে বলেছে, আলি আহমদ হুসেইনসাম্প্রতিক মাসগুলোতে ইসরাইলকে টার্গেট করে হামলা চালিয়ে আসছিলেন। ইসরায়েল ও ইরানপন্থি শিয়া সশস্ত্র গোষ্ঠীটির মধ্যে সীমান্ত সহিংসতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে রোববার দিবাগত রাতে এই হামলা চালানো হয়।
হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, আলি আহমদ হুসেইন যার ডাক নাম আব্বাস জাফর তিনি নিহত হয়েছেন। তবে কখন কোথায় তিনি নিহত হয়েছেন সে সম্পর্কে হিজবুল্লাহর পক্ষ থেকে কিছু বলা হয়নি। এছাড়া গোষ্ঠীতে তার অবস্থান সম্পর্কেও কিছু বলা হয়নি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.