
নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম
০৮ এপ্রিল ২০২৪ তারিখ ভোর ০৪.৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা বাজার এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
এসময় মো: বেলাল হোসাইন (৪০), পিতা- মৃত আব্দুল মালেক , গ্রামঃ নতুন পাড়া, মৈশামুড়া, ৯ নং ওয়ার্ড, নলুয়া ইউনিয়ন, সাতকানিয়া, চট্টগ্রাম নামের এক লোককে ইয়াবা বহনরত অবস্থায় পুলিশ কর্তৃক হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি স্বেচ্ছায় দোষ স্বীকার করে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেন। পরবর্তীতে আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় সংশ্লিষ্ট ধারায় ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
আসামির কাছ থেকে জরিমানার টাকা আদায় করে চট্টগ্রাম জেলা কারাগারে প্রেরণের নিমিত্ত জেল পরোয়ানামূলে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মিল্টন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রাম। জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.