
নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
১৭ এপ্রিল বুধবার সকাল ১১ টায় উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মল্লিক বাড়িতে গত ১৩ এপ্রিল ২০২৪ তারিখে আগুনে পুড়ে যাওয়া ছয়টি বসত ঘরের ক্ষতিগ্রস্হদের শান্তনাদেন এবং নগদ আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ করেন।
বরিশাল -০২ আসনের সংসদ সদস্য জননেতা রাশেদ খান মেনন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাখাওত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী,উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফায়জুল হক বালী ফারাহীন, সাধারণ সম্পাদক, সীমা রানী শীল, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহমদ, ওয়ার্কার্স পার্টি নেতা জহুরুল ইসলাম টুটুল, ওটরা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল খালেক রাঢী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, ফিরোজ খান, আলমগীর হোসেন মৃধা প্রমুখ।
আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণকালে জনাব মেনন বলেন আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং দোয়া করবেন যেন আগুনে পুড়ে এধরণের ক্ষতিকারো নাহয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.