ওমর ফারুক

মোঃ মোবারক হোসেন,স্টাফ রিপোর্টার:

“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে নরসিংদীর মনোহরদীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও দিনব্যাপী প্রাণি প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও দিনব্যাপী প্রাণি প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

পরে অতিথিবৃন্দ মেলার ৫০টি স্টল ও আগত ৫০০ খামারিদের পালন করা উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর ও দৃষ্টিনন্দন পাখি পরিদর্শন করেন ও প্রান্তিক খামারিদের সাথে কুশল বিনিময় করেন। এরপর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মাহফুজ উদ্দিন ভূইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খামারীবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ব্যাপক কাজ করছে। করোনার সময় সরকার ক্ষতিগ্রস্ত খামারিদের প্রণোদনা দিয়েছে।

আজকের মেলার উদ্দেশ্য হচ্ছে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি করা, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি করা, ক্ষুদ্র খামারিদের ও উদ্ধ্যোক্তাতের প্রতিকূল পরিবেশ মোকাবেলা করা, বিজ্ঞান বিত্তিক পশু পালন কৌশল ও নিরাপদ প্রাণিজ আমিষের সরবরাহ নিশ্চিত করা। উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর সবসময় প্রান্তিক খামারিদের পরামর্শ ও সেবা দিয়ে যাচ্ছে ।