
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৯ এপ্রিল শুক্রবার সকালে উপজেলার আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারের রাস্তা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি অপু মালাকার (২০) ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল এলাকার মৃত মন্টু মালাকারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইটনা থানার অফিসার ইনচার্জ মো. জাকির রব্বানীর নেতৃত্বে এসআই উজ্জ্বল মিয়াসহ একদল পুলিশ অভিযান চালায়।
এ সময় এলাকাবাসীর সহায়তার অভিনব কায়দার গাঁজার চালান পাচারের সময় গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়। ইটনা থানার অফিসার ইনচার্জ মো. জাকির রব্বানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.