সম্পাদক
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে একটি ইসরায়েলি ‘মিসাইল’ আঘাত করেছে বলে বিবিসি’র যুক্তরাষ্ট্রের সহযোগী সিবিএস নিউজকে জানিয়েছে দু’জন মার্কিন কর্মকর্তা ।তেহরান থেকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো, কেন্দ্রীয় ইস্ফাহান প্রদেশে বিস্ফোরণের খবর জানিয়েছে। ইরানের বড় বিমান ঘাঁটিগুলোর একটি এখানে। তবে, হামলার দাবিকে একরকম খারিজই করছে তারা।
ইসরায়েলের ভূ খণ্ডে ইরানের হামলার পর থেকেই ইরান ফিরতি হামলার আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা অবলম্বন করছিল।ইসফাহানে ইরানের একটি বড় বিমান ঘাঁটি, একটি ক্ষেপনাস্ত্র উৎপাদন কারখানা এবং কয়েকটি পারমাণবিক কেন্দ্র রয়েছে।
ইরানে হামলার বিষয়ে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। খবর: বিবিসি

