
আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বেলকুচি উপজেলা মধ্য মেটুয়ানী গ্রামে মধ্য মেটুয়ানী হযরত মু'আয বিন জারাল (রঃ)হাফিজিয়া মাদ্রাসায় বৃক্ষ রোপণ করা হয় । বেলকুচি বাসী ফাউন্ডেশন এর উদ্যোগে মধ্য মেটুয়ানী হযরত মু'আয বিন জারাল (রঃ) মাদ্রাসায় বৃক্ষ রোপণ করা হয় ।
( ১৯ এপ্রিল ) রোজ শুক্রবার সকালে এই বৃক্ষ রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম আরিফ, সভাপতি বেলকুচি বাসী ফাউন্ডেশন। সাধারণ সম্পাদক মো: নুর আলম সিদ্দিকী এবং মোঃ ইউসুফ আলী মোঃ মাহমুদ হাসান আরো উপস্থিত ছিলেন মধ্য মেটুয়ানী হযরত মু'আয বিন জারাল (রঃ) হাফিজিয়া মাদ্রাসায় খাদেম মো: রফিকুল ইসলাম, হাফেজ মুহাম্মদ হাফিজ ও অনেক ছাত্র বিন্দু।
আরিফুল ইসলাম আরিফ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। প্রতিবছর বাড়ির ফাঁকা জায়গায় অন্তত দুটি করে গাছের চারা রোপণের পরামর্শও দেন তিনি।
এরপর বেলকুচি বাসী ফাউন্ডেশন উদ্যোগে মধ্য মেটুয়ানী হযরত মু'আয বিন জারাল (রঃ) মাদ্রাসায় বৃক্ষ রোপণ করা হয়। মধ্য মেটুয়ানী হযরত মু'আয বিন জারাল (রঃ) মাদ্রাসায় প্রাঙ্গণসহ আশপাশের বিভিন্ন জায়গায় ১৪ টি পরিবেশবান্ধব গাছের চারা রোপণ করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.