ওমর ফারুক

তপন দাস,নীলফামারী প্রতিনিধি:

মাদক নিয়ন্ত্রণ ও সার্বিক আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণে বিশেষ ভুমিকা রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রেসিডেন্ট পুলিশ মেডেল সেবা পুরস্কার পাওয়ায় নীলফামারীর সদর থানার অফিসার ইনচার্জ ওসি তানভিরুল ইসলাম কে পলাশবাড়ী ইউনিয়নের পক্ষ থেকে এক গণসংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় পলাশবাড়ী বাজার সার্বজনিন দূর্গা মন্দির মাঠে গণসংবর্ধনা টি দেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ ওসি তানভিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি এবং মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মনঙ্জুরুল আলম সিয়াম, পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মমতাজ আলী প্রামানিক, আবুল কালাম আজাদ অটোরাইস মিলের স্বতাধিকারী তরুণ উদ্যোগতা মনির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মশিয়ার রহমান, অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার
এসময় প্রধান অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ ওসি তানভিরুল ইসলাম বলেন পুলিশ জনগণের বন্ধু পুলিশ বাহিনী সর্বদা জনগণের সেবায় নিয়জিত , তাই আপনাদের এলাকায় যদি কোন অপৃতিকর ঘটনা ঘটে, কোন মানুষকে যদি সন্দেহজনক মনে হয় বা সন্দেহ জনক ভাবে আপনার এলাকায় ঘুরাঘুরি করে সে ক্ষেত্রে আপনারা আমাদের কে তথ্য দিয়ে সহায়তা করবেন , এসময় তিনি আরো বলেন রাতে আপনার এলাকায় কোন সন্দেহ জনক ট্রাক অথবা পিকআপ ভ্যান যদি অযোথা ঘুরাঘুরি করে এবং গাড়িতে কোন গরু থাকলে দ্রুত সদর থানায় বিষয় টি অবগত করতে বলেন এবং মাদকের বিরুদ্ধে সব ধরনের তথ্য থানায় অবগত করার বিষয়ে ও তিনি বলেন এবং প্রতিটি বাজারে বাজার কমিটির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সিসিটিভি স্থাপন করার অনুরোধ করেন।


এসময় বিশেষ অতিথির বক্তব্যে নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মনঙ্জুরুল আলম সিয়াম বলেন চুরি এবং মাদকের বিরুদ্ধে রুখতে হলে আমাদের নিজেদের সজাগ থাকতে হবে রাতে কাউকে সন্দেহ জনক লাগলে থানায় বিষয়টি অবগত করতে হবে এবং মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে সহায়তা করতে হবে না হলে পরবর্তীতে আপনার সন্তানেই এই মাদকের সাথে জড়িয়ে পড়তে পারে,তিনি আরো বলেন পলাশবাড়ী বাজারে তার নিজের অর্থায়নে কয়েকটি সিসিটিভি স্থাপন করবেন।

চুরি এবং মাদকের বিরুদ্ধে রুখে দাড়ার বিষয়ে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার বলেন সম্প্রতি কয়েক বছর থেকে এই ইউনিয়নে উদ্বেগ জনক হারে চুরি এবং মাদকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাই আপনার যদি কেউ রাতের বেলা কোন চোরকে ধরে দিতে পারেন সেক্ষেত্রে আমি সেই ব্যক্তিকে আমার নিজের পক্ষ থেকে ১ লাখ টাকা নগদ অর্থ পুরস্কার দিব।

এসময় গণসংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, গণমাধ্যম কর্মী এবং স্হানীয় গণ্যমান্য রাজনৈতিক বর্গ উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান টি শেষ হয়।