
মহিউদ্দিন আহমেদ রিপন,লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি :
সাম্প্রদায়িক সম্প্রীতিরক্ষা, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠনে যুবদের সম্পৃক্ততা কল্পে হবিগঞ্জ জেলায় লাখাই উপজেলা যুব ফোরাম এবং জেলা নাগরিক প্লাটফর্ম এর সদস্যদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২২ এপ্রিল) লাখাই উপজেলার বুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টায় বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে “আস্থা” প্রকল্পের আওতায় হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্ম এর সদস্য মোঃ বাহার উদ্দিন।সভায় আলোচনায় অংশ নেন জেলা নাগরিক প্লাটফর্ম এর সদস্য মহিউদ্দিন আহমেদ রিপন, সাংবাদিক কামরুল হাসান সুজন এবং স্কুল ম্যানেজিং কমিটির সদস্য তাহমিনা আক্তার।
সভায় সঞ্চালননায় ছিলেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী কাজী মফিজুর রহমান।সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড অফিসার মোঃ রাজীব হাসান।
বক্তাগন বলেন মুক্তিযুদ্ধের চেতনায়, সামাজিক মূল্যবোধ সম্পন্ন, সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠনে যুবদের "হুইসেল ব্লোয়ার" হিসাবে কাজ করতে হবে । পাশাপাশি সমাজের সচেতন জনগোষ্ঠীকে এই যুব সমাজের সাথে এক হয়ে কাজ করতে হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.