
ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
ভাল কাজের স্বীকৃতিস্বরূপ পুরষ্কার পেলেন ময়মনসিংহের ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ. মাহবুবুর রহমান। আজ সোমবার (২২ এপ্রিল) ময়মনসিংহে তাকে এ পুরষ্কার দেওয়া হয়। জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা তার হাতে পুরষ্কার তুলে দেন।
জানা যায়, ময়মনসিংহে আজ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে চলতি ২০২৪ সনের মার্চ মাসে যারা ভাল পারফরম্যান্স দেখিয়েছেন জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে তাদেরকে পুরষ্কৃত করা হয়েছে।
ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান মার্চ মাসে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এক আসামি গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছিলেন। ওই পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরষ্কার দেওয়া হয়।
জানা যায়, ওসি তার রুটিন কাজ হিসেবে জুয়া, মাদক নির্মূল, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ করাসহ নানা কাজ করে যাচ্ছেন।
রুটিন কাজের বাইরে তিনি নানা মানবিক কাজও করে যাচ্ছেন। দেখা গেছে, মধ্য রাতে বা বিভিন্ন সময় অসহায়, বোবা প্রতিবন্ধী বা হারিয়ে যাওয়া শিশু পাওয়া যায়। এদের কুড়িয়ে নিয়ে, রাস্তা থেকে উঠিয়ে নিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের যথার্থ অভিভাবকের হাতে হস্তান্তর করার কাজটিও তিনি করে যাচ্ছেন।
সবমিলিয়ে তিনি ভাল পারফরম্যান্স দিচ্ছেন বলে জানা গেছে। এ পুরস্কার পাওয়ায় ওসিকে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। তিনি আরও বলেন আমি যতদিন আছি চেষ্টা করব ফুলপুরকে ফুলের মত সাজাতে সকলেই আমাকে সহযোগিতা করবেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.