
মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইদুর রহমান আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আলী আমজাদ তালুকদারের মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা করেলে, এরপর তিনি মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবর আপীলের আবেদন করেছিলেন।
২১ এপ্রিল আপীল শুনানীর পর মনোনয়পত্র অবৈধ থাকার আদেশ বহাল রাখা হয়। পরবর্তীতে তিনি মনোনয়নের বৈধতা চেলেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করলে, ২৩ এপ্রিল মহামান্য হাইকোর্ট আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলী আমজাদ তালুকদারের নমিনেশন বৈধ ঘোষণার আদেশ প্রদান করেন। এদিকে, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আলী আমজাদ তালুকদারের মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাওয়াতে আজমিরীগঞ্জ উপজেলায় চলছে আনন্দ উল্লাস। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে হ্যাভি ওয়েট প্রার্থী আলী আমজাদ তালুকদার। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আলহামদুলিল্লাহ মহামান্য হাইকোর্ট নমিনেশন বৈধ ঘোষনার আদেশ দিয়েছে। আমি আজমিরীগঞ্জ উপজেলাবাসীর কাছে দোয়া – আশীর্বাদ ও ভোট চাই বলে জানান তিনি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.