
হারুন শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে ইসতিসকার নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেছেন স্থানীয়রা। নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।
বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে রামপাল উপজেলার বর্ণী ঈদগাহে মাঠে খোলা আকাশের নিচে এ নামাজের আয়োজন করেন স্থানীয় মুসল্লিরা। ইসতিসকার নামাজে উপস্থিত ছিলেন অধ্যাপক ইকবাল হোসেন , ১ নং গৌরম্ভা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার আব্দুল হালিম শেখ , মোহাম্মদ হেমায়েতুল কাজী , এস এম হাসিবুর রহমান তাজিম , ৭ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ রবিউল ইসলাম , মোঃ আজাদ মোল্লা ,রিয়াদ ,রবিন, আরাফাত, সিরাজুল ,মোঃ শফিকুল দোকানদার, সুজা ,সাব্বির ,ও সাংবাদিক সুজাউল শেখ বাবু ,সহ বিভিন্ন এলাকার ২৫০থেকে ৩০০জনের বেশি মানুষ অংশ নেন। এর আগে জায়নামাজ নিয়ে মাঠে সমবেত হন মুসল্লিরা। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন বর্ণী কেন্দ্রীয় বড় মসজিদের খতিব ও ইমাম মুফতি ওমর ফারুক।
আয়োজকরা জানান, দীর্ঘ দিন অনাবৃষ্টির কারণে মানুষ, পশু-পাখি ও গাছপালাসহ সবাই খুব কষ্টে আছে। এজন্য তারা বৃষ্টির জন্য নামাজ পড়েছেন। তারা আরও বলেন, এ অঞ্চলে বৃষ্টি হচ্ছে না। এ কারণে নদী-নালা, খাল-বিল, পুকুর শুকিয়ে গেছে। প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে। বর্তমানে বাগেরহাটে রামপালের প্রায় ৪০ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.