
শাওন আহমেদ সা'দঃ-( মাধবদী-নরসিংদী প্রতিনিধি)
তীব্র তাপদাহে পুড়ছে দেশ,গরমে অস্বস্তিতে ভুগছে মানুষ,সারাদেশে গড়ে তাপমাত্রা ৩৬ থেকে ৪৩ ডিগ্রি পর্যন্ত ছাড়ছে।
তীব্র এ গরম থেকে রেহাই পেতে ইসলাম ধর্মের অনুসারী মুসলিমরা সারাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির প্রার্থনায় বিশেষ নামাজ ইস্তিস্কা আদায় করছে।তাঁরই ধারাবাহিকতায় নরসিংদীর মাধবদীতে আজ ২৪-ই এপ্রিল বুধবার মাধবদীর এসপি স্কুল মাঠে প্রায় শতাধিক মুসল্লী এ নামাজ আদায় করে।জেনে রাখা ভালো যে,ইস্তিস্কা’ শব্দের অর্থ পানির জন্য প্রার্থনা করা।
খরা বা দাবদাহের অবস্থা থেকে নিষ্কৃতি পেতে আল্লাহ তাআলার কাছে তওবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতি ভরে বৃষ্টির জন্য দোয়া করতে হয়। এই নামাজকে ইস্তিস্কার নামাজ বলে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.