
আহসানুল হক নয়ন, ব্রাহ্মণবাড়িয়া সদর প্রতিনিধি:
আসন্ন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন- এর ছোট ভাই জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হেলাল উদ্দিন। তিনি বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে কৌশল বিনিময় করেন ও সকলের কাছে দোয়া চান।
এসময় চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন বলেন, আমি নির্বাচিত হলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাধারণ মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাবো। এছাড়া আমি নির্বাচিত হলে মাদক ও ছিনতাই মুক্ত একটি আধুনিক পরিষদ গড়ে তুলবে।
হেলাল উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মৌড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। সাত ভাই দুই বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ।
তার ছয় ভাই বীর মুক্তিযোদ্ধা, দ্বিতীয় ভাই ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর, বঙ্গবন্ধুর চার খলিফাখ্যাত অন্যতম ছাত্রনেতা, ডাকসুর তদানীন্তন সাধারণ সম্পাদক (জি,এস) স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের শীর্ষনেতা, স্বাধীনতা উত্তরকালে জাতীয় সংসদ সদস্য, দেশবরেণ্য রাজনীতিবিদ ছিলেন চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিন এর বড় ভাই জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.