
হৃদয় এস এম শাহ্-আলম, মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উদ্যোগে গ্যাসের সংকটে বন্ধ থাকা শায়েস্তাগঞ্জের নসরতপুরে ১১ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি চালু হয়েছে।
এতে বিদ্যুতের লোডশেডিং থেকে রেহাই পাবেন চুনারুঘাট-মাধবপুর উপজেলাবাসীসহ জেলাবাসী। গতকাল মঙ্গলবার নিজের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এসে বিদ্যুতের লোডশেডিং বন্ধে এমন সু-খবর দিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি।
ফেইসবুকে এমপি সুমন বলেন, গত রমজান মাসে চুনারুঘাট-মাধবপুরে দিনে ২৪ বার পল্পী বিদ্যুতের লোডশেডিং দেখা দিত। এ সময় তিনি আমেরিকায় বসবাসকালে অনেকেই তার কাছে অভিযোগ করেন।
যে কারণে তিনি বিদ্যুতের লোডশেডিংয়ের বিষয়ে হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জিএমের সাথে কথা বলেন। তখন জিএম গ্যাসের সংকটে বন্ধ থাকা শায়েস্তাগঞ্জের নসরতপুরে ১১ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি চালু করতে তার কাছে সহযোগিতা কামনা করেন এবং পরামর্শ দেন।
এতে তিনি জালালাবাদ, পেট্টো বাংলার চেয়ারম্যান ও জালানী সচিবসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দের সাথে আলোচনা করেন। এক পর্যায়ে গতকাল গ্যাসের লাইন চালু করা হলে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। তিনি বলেন, এখন আর বিদ্যুতের লোডশেডিং হবে না।
যদিও লোডশেডিং দেখা দেয় তাহলে জিএমকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যাবে। কারণ তার কাছে এখন বরাদ্ধ রয়েছে। পাশাপাশি উৎপাদিত বিদ্যুৎ যেন অন্য এলাকায় যা যায় সেজন্যও তিনি জিএমকে যা যা করার প্রয়োজন এবং সহযোগিতা করতে জিএম যে কোন সময় তাকে ডাকলে তিনি যাবেন।
ফেইসবুকে তিনি জালালবাদ, পেট্টো বাংলার চেয়ারম্যান ও জালানী সচিবসহ অন্যান্য কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.