ওমর ফারুক
আশিকুল ইসলাম, বেলজুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে ইস্তেস্কা’র সালাত আদায় ও বৃষ্টি জন্য মহান আল্লাহর দরবারে ধর্নাদিয়ে তীব্র রোঁদ ও গরম উপেক্ষা করে দু’হাত তুলে উন্মূক্ত ময়দানে অঝরে কাঁদে বুঁক ভাসালো হাজারো মুসল্লী।
ধর্মপ্রাণ মুসল্লীদের বুঁকফাটা আর্তনাত শুধুমাত্র মহান আল্লাহর রহমতের বৃষ্টির প্রত্যাশায় নামাজের ময়দানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
অত্যান্ত আন্তরিক ও গুরুগম্ভীর পরিবেশে বিভিন্ন পেশা ও শ্রেণির শত শত মুসল্লী’র উপস্থিতিতে সালাতুল ইস্তেস্কা’র’ নামাজ আদায় করা হয়েছে।
আজ বৃহস্পতিবার,সকাল ৯ টায়,কল্যাণপুর রওশনীয়া দাখিল মাদরাসা ময়দানে,কেন্দ্রীয় কর্মসূচী’র অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা’র সার্বিক ব্যাবস্থাপনায় এই এস্তেস্কার নামাজের আয়োজন করা হয়।
সালাতুল এস্তেস্কার সালাতের ইমামতি ও খুৎবা প্রদান করেন,বিশিষ্ট আলেমে দ্বীন,শেরনগর আহকামুস্ সুন্নাহ ফাজিল মাদরাসার শিক্ষক, মুকুন্দগাঁতী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব অধ্যাপক মাওঃ ফরহাদ আলী।
নামাজ পূর্বে মুসল্লীদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল। বেলকুচি উপজেলা ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি ও ধুকুরিয়াবেড়া ফাজিল মাদরাসার সম্মানিত উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকারের পরিচালনায় অনুষ্ঠিত অন্যান্যো’র মাঝে নামাজ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন;বিশিষ্ট আলেমে দ্বীন ও মুফাচ্ছেরে কুরআন হযরত মাওঃ লুৎফর রহমান ও চৌবাড়ী ডিগ্রী কলেজের সম্মানিত শিক্ষক অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য,গত ৩দিন পূর্বে,বেলকুচি উপজেলা ওলামা-মা’শায়েখ পরিষদের ব্যানারে বেলকুচি সরকারি ডিগ্রি কলেজ মাঠে প্রশাসনের অনুমতিত্রুমে মাইকিং করে ইস্তেস্কার সালাতের কর্মসূচী ঘোষণা করা হয়।
বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামী’র পক্ষে থেকে ঐ কর্মসূচী’র সাথে ঐক্যমত পোষণ করে তাদের ঘোষিত কেন্দ্রীয় সালাতুল এস্তেস্কার নামাজ আদায়ের কর্মসূচী আলাদাভাবে না করার সিদ্ধান্ত নেয়।
সেইসাথে, জামায়াতের অফিসিয়াল পেজ থেকে সোশ্যাল মিডিয়াতে দাওয়াতী কাজ করে বিভিন্ন পেশার মানুষ ও আলেম- ওলামাদেরসহ সর্বস্তরের তৌহিদী জনতাকে কলেজ মাঠের এস্তেস্কার নামাজে শরিক হবার আহবান জানায়।
এতে এক শ্রেণির তথাকথিত আলেম নামধারী কুচত্রু মহল সালাতুল এস্তেস্কার মাইকিং এ ঘোষিত কর্মসূচী’র সাথে জামায়াতী ট্যাক লাগিয়ে কলেজ মাঠের সালাতুল এস্তেস্কার কর্মসূচী প্রশ্নবিদ্ধ করে তোলে।
এতে পরিবেশ ঘোলাটে হয়ে ওঠে। পুলিশ প্রশাসন কর্মসূচী বাস্তবায়নে আন্তরিক হলেও ঐ সকল ওলামাদের আন্তরিকতার পরিচয় না পাওয়ায় কলেজ মাঠের কর্মসূচী বানচাল হয়ে যায়।
এ বিষয়ে বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল এর সাথে যোগাযোগ করা হলে,তিনি বিষয়টিকে অত্যান্ত নাক্কার ও দুঃখজনকে বলে অভিহিত করেন এবং ভবিষ্যতে এ ধরনের হীণ চিন্তা ও কাজ থেকে সংশ্লিষ্ট আলেম-ওলামাদেরকে বিরত থাকার উদাত্ত আহবান জানান।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে জামায়াত পরে কল্যাণপুরে তাদের নিজস্ব ব্যানারে সালাতুল এস্তেস্কার কর্মসূচী পালন করে।৷ সরেজমিনে গিয়ে সকাল ১০ টায়,শত শত মুসল্লী কলেজ মাঠে এসে এস্তেস্কার নামাজ না পেয়ে আক্ষেপ করে বাড়ী ফিরে যান।

