
নুরুল কবির, চট্টগ্রাম:
,
অনেক জল্পনা কল্পনার পর অবশেষে আজ ২৫ এপ্রিল ১২ বৈশাখ বৃহস্পতিবার চট্টগ্রাম ঐতিহ্যবাহী লালদীঘির পাড়ের আবদুল জব্বরের বলি খেলা সম্পন্ন হয়েছে বলি খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ কুমিল্লা সদরের রাশেদ বলীকে পরাজিত করে তিনি চ্যাম্পিয়ন হন।
হাজার হাজার দর্শক লালদিঘী ময়দানে ও ময়দান সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে এই প্রতিযোগিতা উপভোগ করেন ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহ দেন।
চট্টগ্রামের লালদিঘী ময়দানে আব্দুল জব্বারের বলীখেলার ১১৫তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনার বাঘা শরীফ।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আজম নাছির উদ্দিন বিকেল সাড়ে ৪টায় এই আসরের বলীখেলার উদ্বোধন করেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৮০ জন বলী প্রতিযোগিতায় অংশ নেন।
প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন খাগড়াছড়ির সৃজন চাকমা। চতুর্থ হয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার রাসেল বলী।
প্রথম রাউন্ডের ৩৫ জন বিজয়ীর প্রত্যেককে দুই হাজার টাকা করে পুরস্কার নেওয়া হয়। চ্যাম্পিয়নকে ৩০ হাজার টাকা প্রাইজমানি ও একটি ক্রেস্ট দেওয়া হয়। রানার আপকে ২০ হাজার টাকা প্রাইজমানি ও একটি ক্রেস্ট দেওয়া হয়। মোট ৮০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
হাজার হাজার দর্শক লালদিঘী ময়দানে ও ময়দান সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে এই প্রতিযোগিতা উপভোগ করেন ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহ দেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.