
জাবির আহম্মেদ জিহাদ, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও SOD অর্জনের লক্ষ্যে কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপন সফল করার লক্ষ্যে জামালপুরের, ইসলামপুর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে গাছ লাগানো কর্মসূচি হাতে নিয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) বৃক্ষরোপন কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম। উপজেলা ছাত্রলীগ সভাপতি নূরে আলম ইমরান বলেন, অতিরিক্ত তাপ প্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে ছাত্রলীগের নির্দেশনায় দেশব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি চলমান আছে। সেই ধারাবাহিকতায় ইসলামপুরেও আজ আমরা ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপন করলাম।
উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে ইসলামপুরে বিপুল পরিমাণ গাছ রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। আমরা পরবর্তীতে উপজেলার সকল কলেজে এই বৃক্ষ রোপণ চালিয়ে যাব। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের উপজেলা এবং পৌর শহরের নেতাকর্মীরা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.