
আরিফ হোসাইন, ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি)সিন্ডিকেট সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন । মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন ২০১৩ এ বর্ণিত ১৭ (১) এর (ঞ) ধারা অনুযায়ী একাডেমিক কাউন্সিলের ৪৪ তম সভার আলোচ্যবিষয়-৩ এর সিদ্ধান্ত মোতাবেক সিন্ডিকেটের সদস্য হিসেবে সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে মো.ফরহাদ উদ্দীনকে সিন্ডিকেট সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
সেখানে আরও বলা হয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাঁকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের একজন সম্মানিত সদস্য হিসেবে আগামি দুই বছরের জন্য মনোনয়ন প্রদান করা হল।##
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.