
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে তীব্র গরমে বেঁকে গেছে ঢাকা চট্টগ্রাম রেল লাইনের কিছু অংশ। কালীগঞ্জ পৌরসভার আড়িখোলা রেলওয়ে স্টেশন এলাকায় তীব্র গরমে রেল লাইন বেঁকে গেছে বলে জানান রেলওয়ে কর্মকর্তারা।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম রুটে আপ লাইনের একটা অংশ বেঁকে যায়। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রæত সেখানে মেরামত কাজ শুরু করেছেন। পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চলমান দাবদাহে অতিরিক্ত গরমে পূবাইল আড়িখোলা রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে দড়িপাড়া এলাকায় অন্তত ১০ ফুট রেল লাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে।
বিষয়টি জানার পর রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কচুরিপানা ও কাঁদামাটি দিয়ে বেঁকে যাওয়া অংশের পাত কিছুটা ঠান্ডা করে এবং মেরামত করে।
মেরামতের পর ওই জায়গা দিয়ে পার হয়ে দুটি ট্রেন গন্তব্যে উদ্দেশ্যে চলেগেছে এবং ডাবল লাইনের অন্য একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান স্টেশন মাস্টার।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.