ওমর ফারুক

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা:

মহান মে দিবস। শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষে ৮ ঘন্টা কাজের দাবীতে প্রথম ১৮৮৬ সালে আজ থেকে ১৩৮ বছর আগে যুক্তরাষ্টের শিখাগো শহরে হে মার্কেটে শ্রমিকরা এক মহাসমাবেশের ডাক দেয়।

সেদিনের শ্রমিক আন্দোলনের উদ্দেশ্য ছিল , শিল্পপতি মহজন ও সরকারের শ্রমিকের উপর জোড় পূর্বক ১২ ঘন্টা কাজ চাপিয়ে দেওয়া সকল প্রকার বোনাস ভাতা থেকে শ্রমিকদের বঞ্চিত করার বিরুদ্ধে ছিল এ আন্দোলন।

উক্ত সমাবেশে হাজার হাজার মানুষ জমায়েত হলে আন্দোলন রুখে দিতে সরকার তার পেটুয়া বাহিনী পুলিশকে লেলিয়ে দেয় আন্দোলনরত হাজারো জনতার উপর । সেদিন পুলিশ নির্বিচারে শ্রমিকের উপর গুলি চালালে অসংখ্য শ্রমিককে পুলিশের গুলিতে প্রাণ দিতে হয়।

এরই ধারা বাহিকতায় তখন থেকে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের সকল জেলা উপজেলায় অসংখ্য শ্রমিক সংগঠনের ন্যায় রৌমারীতে প্রায় ১০টি শ্রমিক সংগঠন রংবেরংয়ের ফেষ্টুন ও ব্যানার নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিজ নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরেন।

এসময় রৌমারী সিএনজি স্টান শ্রমিক উপদেষ্টা রেজাউল ইসলাম মিনু, সাখাওয়াত হোসেন সবুজ, মাইদুল ইসলাম, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মতিন, ভারপ্রাত্ত সম্পাদক অলি মাহমুদ, রৌমারী ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিয়ার রহমান, সম্পাদক ফয়জাল লতিফ, অটো ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম বাবু, সম্পাদক রবিউল ইসলাম, লোট আনলোট শ্রমিক ইউনিয়ন সভাপতি সাফিউল ইসলাম ,সম্পাদক রফিক মিয়াসহ স্বস্ব সংগঠনে বক্তব্য রাখেন।

বক্তব্যে বক্তারা বলেন , পহেলা মে শ্রমিক দিবস আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃত। আজ থেকে ১৩৮ বছর আগে শ্রমিকের ৮ ঘন্টা কাজের দাবীতে আন্দোলন করে। এতে অনেক শ্রমিকের রক্তের বিনিময়ে অর্জিত হয় শ্রমিক এর অধিকার।