
মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধ:
দেশব্যাপী তাপদাহ ও অসহনীয় গরমে অতিষ্ঠ পথচারীদের মাঝে বিনামূল্যে সুপেয় পানি ও শরবত বিতরণ করেছে পথশিশু নিকেতন ফাউন্ডেশন।
বুধবার (১ মে) দুপুর বেলা উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি বাসস্ট্যান্ডে বিনামূল্যে পানি ও শরবত বিতরণ করেছে পথশিশু নিকেতন ফাউন্ডেশন।
এ সময় উপস্থিত ছিলেন পথশিশু নিকেতন ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা সভাপতি শাহ নাজিমুল হক, সাংগঠনিক সম্পাদক দীপক দেব, একটাকায় শিক্ষা উপকরণ প্রজেক্টের সমন্বয়ক শচীন চক্রবর্তী।
এ সময় পথচারীদের তৃষ্ণা নিবারনে ৪০ লিটার পানির শরবত বিতরণ করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.