
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে ভুক্তভোগী পরিবারের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে সব হারিয়ে অসহায় পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে।
বৃহস্পতিবার (২ মে) রাত ৮ টায় উপজেলার মাঝিয়াল ইউনিয়নের নলদিঘী মধ্যপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন, নবী হোসেন, নেকবর আলী, সাইফুল ইসলাম, হারেস আলী, আলমগীর ,মুলুকজান বিবি, হক মিসয়া, আবুল কাশেম সহ ১০ জন।
স্থানীয়রা জানায়, আগুন লাগার পর জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফুলপুর ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুনে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়েছে।
প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভুক্তভোগী পরিবার। তারাকান্দার উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.ওয়াজেদ আলী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলেন।
ফুলপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামস উদ্দিন বলেন, ‘আগুন লাগার প্রাথমিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।
’
এ বিষয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন সুলতানা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতি হওয়া পরিবারের পাশে থাকবে উপজেলা প্রশাসন। তাদের আর্থিক সহায়তা দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.