ওমর ফারুক

শাওন আহমেদ সা’দঃ-(মাধবদী-নরসিংদী)

তিব্র দাবদাহে মানুষের জনজীবন যখন অতিষ্ঠ,বৃষ্টির জন্য মুসল্লীদের প্রার্থনা,সকল অপেক্ষার বাঁধ ভেঙে গত দোসরা মে রাত ১০টার পর নরসিংদীর মাধবদীতে বজ্রপাত সহ বৃষ্টি হয়।

বৃষ্টিতে আনন্দিত হয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লাসের স্ট্যাটাস দিতে থাকে,কেও কেও আনন্দে বৃষ্টিতে ভিঁজে গোসল করে।

রাতে শুরু হওয়া এ আনন্দের বৃষ্টিই হয় ভংগারচর গ্রামের বহু পরিবারের দুঃখের কারন।এ ক্ষতি ৫ বছরেও কাটিয়ে উঠতে পারবে কিনা তা নিয়েও সঙ্কায় অসহায় গরিব পরিবারগুলো।

গত দোসরা মে এর কালবৈশাখী ঝড়ের তান্ডবে নরসিংদী সদর উপজেলা পাইকারচর ইউনিয়নস্থ ভংগারচরে প্রায় ১০ টি ঘড়বাড়ি ও ১ টি কারখানা ভাঙচুর সহ ১০০ এর অধিক গাছ পড়ে গেছে।

এতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে অত্র এলাকার গরিব পরিবারগুলোর।অনেকের আজ ঘর নাই,মিস্ত্রি দিয়ে বাড়ি ঠিক করবার মতো অনেকেরই নেই সামর্থ্য,এতে সহযোগিতাও চেয়েছে কেও কেও।

ভংগারচর গ্রামের ওসমান তালুকদার বলেন,সব মিলিয়ে ক্ষয় ক্ষতির পরিমান প্রায় ৫০ লক্ষ টাকার অধিক হবে।

সেলিম মিয়া নামক একজন জানায়,গত ২০ বছরেও এমন ঝড় আমরা দেখিনি,মোটা মোটা গাছগুলো কিভাবে পড়ে গেলো,অনেকগুলো গরিব মানুষের ঘর ভেঙে গেলো।