
নাজমুল হক মুন্না, উজিরপুর প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে ১০ বছরের স্কুল পড়ুয়া এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
৩ মে শুক্রবার বেলা ১২ টায় উজিরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে সুলতান হাওলাদারের একতলা দালান ঘরের ছাদে যাওয়ার দরজার আড়ার সাথে ওড়না বাধা ঝুলন্ত অবস্থায় তামান্না আক্তার (১০) নামের ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
সুত্রে যানা যায়, মৃত তামান্না আক্তার(১০) পার্শবর্তী বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের আমির ফকিরের মেয়ে। মৃত তামান্না গত ২ মে বিকাল ৫ টার দিকে উজিরপুর খালাবাড়ি বেড়াতে আসেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ বলেন, ১০ বছরের একটি মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করতে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত ও অধিকতর তদন্ত সাপেক্ষে বিস্তারিত যানা যাবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.