
আর. জে রবিউল ইসলাম ফরাজী, বিশেষ প্রতিনিধি:
বরিশাল জেলার মুলাদীতে গাছুয়া ইউনিয়ন বৃহস্পতিবার রাতে (০২মে) হোসনাবাদ গ্রামেরে একেই রাতে ৩ টি বাড়িতে টিউবওয়েল চুরি হয়। পূর্ব হোসনাবাদ গ্রামে সরদার বাড়ির মো: মোসলেম উদ্দিন সরদার এর টিউবওয়েল চুরি করে নিয়েছে।
একইভাবে শুক্রবার রাতে ঐ এলাকার মো: খলিল বেপারী বাড়ি থেকে টিউবওয়েল চুরি হয়ে গেছে। এছাড়াও ঐ গ্রামের, মোবারক মুন্সি বাড়ির টিউবওয়েলও চুরি করে নিয়েছে চোরের দল।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৬ মাস ধরে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন থেকে অন্তত ১০টিরও বেশি টিউবওয়েল চুরি হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে গত এক বছরে অন্তত ৩০ টির বেশি টিউবওয়েল চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী মোসলেম উদ্দিন ও খলিল এবং মোবারক
জানান, বেশকিছু দিন ধরে গাছুয়া ইউনিয়ন হোসনাবাদ গ্রাম থেকে অন্তত ১০টিরও বেশি টিউবওয়েল চুরি হয়েছে। চোরদের হাত থেকে রেহাই পাচ্ছে না হতদরিদ্রদের জন্য এনজিও সংস্থার টিউবওয়েলও গুলো ।
মাদকসেবী ও ছিচকে চোরেরা একের পর এক টিউবওয়েল চুরি করে নিয়ে যাচ্ছে। বেশকিছু দিন ধরে তীব্র গরমে বিশুদ্ধ পানির সংকট। এতে করে এলাকার গরীব ও দরিদ্র পরিবারগুলোতে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
শুষ্ক মৌসুমে খাল-পুকুরে পর্যাপ্ত পানি না থাকায় এবং টিউবওয়েল চুরি হয়ে যাওয়া চরম পানি সংকট দেখা দিয়েছে। এতে নানা রকম ভোগান্তি পড়হে হচ্ছে বৃদ্ধ, নারী, পুরুষ ও শিশুদের। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা ও নজরদারির দাবি জানান ক্ষতিগ্রস্থরা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.