
শাওন আহমেদ সা'দঃ-(মাধবদী- নরসিংদী প্রতিনিধি)
নরসিংদীতে প্রচন্ড দাবদাহে তৃষ্ণার্ত পর্থচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ঠান্ডা শরবত পান করালো পাইকারচর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শারফিন সরকার শাওন।
গত দোসরা মে বৃহস্পতিবার নরসিংদী সদর উপজেলা পাইকারচর ইউনিয়নের পুরানচর বাজারে দুপুর ২ টা থেকে প্রায় ৫০০ জন পথচারী ও শ্রমজীবী মানুষকে এ শরবত পান করানো হয়।
এ সময় শারফিন সরকার শাওন বলেন,জাতির ক্রান্তিলগ্নে সর্বদা নিঃস্বার্থভাবে যে সংগঠনটি সাধারণ মানুষের পাশে দাঁড়ায় তার নাম বাংলাদেশ ছাত্রলীগ।মাধবদী থানা ছাত্রলীগের সফল সভাপতি আমার লিডার এস এম হাফিজুর রহমান সৈকত ভাইয়ের নির্দেশ আজ পাইকারচর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে পাইকারচর ইউনিয়নস্থ পুরানচর বাজারে প্রায় ৫০০ জন পথচারী ও শ্রমজীবী মানুষেকে ঠান্ডা লেবুর শরবত পান করানো হয়।
আমাদের পরবর্তী কার্যক্রম হবে পাইকারচর ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.