
অরবিন্দ পোদ্দার, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে চোরাই অটো রিক্সাসফ দুই চোরকে আটক করেছে নলছিটি থানা পুলিশ। ৭ মে মঙ্গলবার রাত ১২টার দিকে নলছিটি- দপদপিয়া সড়কের হাওলাদার ব্রিকস সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক করা ওই দুইজন হলেন দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের আনিস খানের ছেলে শামিম খান(৩৫) এবং পৌরসভার শীতলপাড়া এলাকার জয়নাল হাওলাদারের ছেলে খলিল হাওলাদার(৪০) ।
পুলিশ জানিয়েছে, নলছিটি পৌর এলাকার সূর্যপাশা গ্রামের অটো রিক্সা চালক নাসির উদ্দীন খলিফা ও মো. জালাল হাওলাদারের আটো রিক্সা চুরি হলে তারা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নলছিটি থানার এসআই মিজানুর রহমান অভিযান চালিয়ে তাদের নলছিটি দপদপিয়া সড়কের হাওলাদার ব্রিকস এলাকা থেকে তাদের আটক করতে সক্ষম হয়। তারা অটোরিকশা চুরি করে বরিশাল সদর এলাকায় পালিয়ে যাচ্ছিল। নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী জানান, তাদের বিরুদ্ধে অটো রিক্সা চালক নাসির উদ্দীন খলিফা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা দায়ের শেষে তাদের (৮মে) জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.