ওমর ফারুক

মো কামাল হোসেন, জীবননগর( চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দামুড়হুদা ও জীবননগর উপজেলায় নিরবিচ্ছিন্নভাবে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা ও জীবননগরে ভোট গ্রহণ চলাকালে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন ড. কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা ও জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয় নির্বাচনী কেন্দ্রসমূহ পরিদর্শনকালে নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও ভোটারদের সাথে কথা বলেন। ভোটারগণ স্বতস্ফূর্তভাবে এবং নির্বিঘ্নে ভোট প্রদান করছেন মর্মে জানান।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষে কেন্দ্রে দায়িত্ব পালনরত সদস্যদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গার আপমর জনসাধারণের সহযোগিতা প্রত্যাশা করেন।