
নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল জেলার উজিরপুর উপজেলার ১ নং সাতলা ইউনিয়ন চেয়ারম্যান যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিদেশ ভ্রমণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে চেয়ারম্যানের বিদেশ ভ্রমনের বিষয় কিছুই জানেন না উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাতলা ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার প্রশাসনের কাউকে না জানিয়ে বিদেশ ভ্রমণ করতে গেছেন।
স্থানীয় সরকার মন্ত্রনালয়ে বিধি মতে কোন জনপ্রতিনিধিকে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ অনুমতি অথবা ছুটি নিয়ে যাওয়ার বিধান থাকলেও তিনি তার কিছুই মানেন নি। তিনি কাউকে না জানিয়ে শনিবার সকাল ১১ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে মালেয়শিয়া গকমন করেন । তবে এই ব্যাপারে সাতলা ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদারকে মুঠোফোন বন্ধ থাকায় তাকে পাওয়া যায় নি।
এ বিষয় সাতলার ইউপি সচিব মোঃ খোকন জানান চেয়ারম্যান সাহেব ভ্রমনের জন্য বিদেশ গেছেন ২/১ দিনের মধ্যে চলে আসবেন। সাতলা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন জানান, ইউপি চেয়ারম্যান, আমি প্যানেল চেয়ারম্যান হওয়ায় আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে মৌখিকভাবে তিন দিনের জন্য ব্যক্তিগত সফরে মালয়েশিয়া গমন করেন। মালয়েশিয়া সফরের বিষয়ে উজিরপুর উপজেলা নিবার্হী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন জানান তিনি বিদেশে গেছেন কি না, তা আমার জানা নেই।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.