
মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
শনিবার (১১ মার্চ) দুপুর ১২ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাটে এসি আই সীডের আয়োজনে মডেল কৃষক আব্দুস পাত্তাহের সভাপতিত্বে বন্ধু হাইব্রিড মোটা ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসি আই সীডের সিনিয়র এরিয়া সেলস ম্যানেজার রফিকুল কবির। বিষেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেসার্স মিজান ফার্টিলাইজার সপ এর রিটেইলর মোসিউর রহমান,টেরিটোরি ম্যনেজার আরশাদ আমিন সহ উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে কৃষকদের মাঝে হাইব্রিড ধানের চাষাবাদ পদ্ধতি, ফলন ও রোগবালাই দমন সহ বিবিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত কৃষকেরা বন্ধু ধান বীজের ফলন দেখে বিস্মিত হন এবং সবাই উক্ত ধান বীজ চাষাবাদের জন্য আগ্রহ প্রকাশ করেন।
বন্ধু ধানের বিষয়টি নিয়ে মিজান ফার্টিলাইজার শপের স্বত্বাধিকারী মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এসিআই সীড যুগ উপযোগী একটি ধান বীজ নিয়ে এসেছে যা কৃষকের প্রত্যাশা পূরণ করবে এবং দেশের খাদ্য উৎপাদনে বিশেষ ভূমিকা রাখবে। তিনি আরো জানান, স্থানীয় কৃষক মো তৌহিদুল ইসলাম মিন্টু মোট ৭ বিঘা জমিতে বন্ধু ধান চাষ করেছেন। তার জমিতে গিয়ে সরে জমিনে সব কিছু দেখলে ধানের নিম্নলিখিত বৈশিষ্ট্য গুলো পরিলক্ষিত হয়। প্রতি শীষে ২৮০-৩০০টি ধান রয়েছে, ধানের গাথুনি অনেক ঘন। প্রতিটি গুছিতে ২০-২৫ টি কার্যকরী ধানের শীষ পাওয়া যায়। গাছে রোগ ও পোকার আক্রমণ নাই বললেই চলে। পাতাপোড়া রোগ প্রতিরোধী ও পাতানের সংখ্যা নেই। ৩৩ শতাংশের বিঘায় ৩৮মন ধান পাওয়া যায়। মূলত এসিআইসির একটি দেশের বৃহৎ সীড কোম্পানি যা কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.