
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
সাতকানিয়া উপজেলার কাঞ্চনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক ফেডারেশনের সহ সাংগঠনিক সম্পাদক, কাঞ্চনা সিএনজি সমিতির সভাপতি নুরুল আলম ও কাঞ্চনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নানের নামে মিথ্যা মামলা দায়েরের বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৩ মে কাঞ্চনার ফুলতলা স্টেশনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কাঞ্চনা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সেলিম উদ্দিন, কাঞ্চনা বাজার কমিটির সভাপতি নুরুল আলম,কাঞ্চনা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ছগির আহমদ ,৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মমতাজ উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদ মোহাম্মদ খলিল,ফুলতলা সিএনজি চালক সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রাজিব চৌধুরী, অর্থ সম্পাদক মহি উদ্দিন, সদস্য মুজিবুর রহমান ও সদস্য জসিম উদ্দিন প্রমুখ।
উক্ত প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধনে কাঞ্চনা বাজার কমিটির সভাপতি নুরুল আলম বলেন,অবিলম্বে প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান ও শ্রমিক নেতা নুরুল আলমের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে জানান। কাঞ্চনা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মমতাজ উদ্দিন বলেন,৩বারের নির্বাচিত ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানকে এভাবে মিথ্যা মামলায় জড়ানো অত্যান্ত দু:খজনক।অবিলম্বে নিরপরাধ ব্যক্তিদেরক্ব মামলা থেকে বাদ দেওয়া হউক।অন্যথায় আমরা মেম্বার চেয়ারম্যান সবাই মিলে জনগণকে সাথে নিয়ে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব বলে জানান। এর চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিল বলেন,৪৮ঘন্টার মধ্যে শ্রমিক নেতা নুরুল আলম ও প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নানের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।অন্যথায় শ্রমিকদেরকে সাথে নিয়ে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে জানান। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যানার,ফেস্টুন, প্ল্যা-কার্ড ও পোস্টার নিয়ে উপস্থিত থেকে প্রতিবাদ জানান। এবং বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠেন কাঞ্চনার ফুলতলা এলাকা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.