ওমর ফারুক

শাওন আহমেদ সা’দঃ- মাধবদী-নরসিংদী প্রতিনিধি)

নরসিংদী সদর উপজেলা পাইকারচর ইউনিয়নস্থ পশ্চিম ভংগারচরের মোঃ রিপনের বাসায় ১৪-ই মে মঙ্গলবার রাত-৩ টা ২০ মিনিট, প্রায়- ১৫/২০ জনের এক ডাকাত দল বাড়িতে প্রবেশ করে বলে খবর পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,রিপনের বাড়ির রুমে প্রবেশকৃত দর্জা কিছুটা ভাঙা অবস্থায়।রিপনের স্ত্রী জানান,রাত ৩টা ২০ মিনিটের দিকে আমাদের বাড়ির ছাদ দিয়ে দর্জার সামনে কয়েকজন লাথি,ঘুষি,ও ছুরি দিয়ে আঘাত করতে থাকে,এবং বলে দর্জা খুলতে, কিন্তু আমরা দর্জা আটকিয়ে সবাই দর্জায় ধরে রাখি,দর্জা দিয়ে ছুরি ঢুকিয়ে দেয়,এতে আমার ছোট মেয়ে বৃষ্টির হাত কেটে যায়,বড় মেয়ে সিমা কাঠ দিয়ে প্রবেশকৃত ছুরিতে বারি দিলে ছুরি পরে যায়,তাৎক্ষণিক মোবাইলে সবার সঙ্গে যোগাযোগ করা হয়,গ্রামের মসজিদের মাইক দিয়ে জানিয়ে দেওয়া হয়।

রিপনের বাড়ির কাজের লোক জানায়,আমরা বাহিরের রুমে ঘুমাই,রাত ৩টা ২০ এর দিকে আমরা দর্জার আওয়াজ শুনে বের হই,তারপর একজন লাল গেঞ্জি ওয়ালা মুখমণ্ডল বাঁধা কিছুটা বেটে মুখে কিছু দাড়ি দেখা যায়, আমাকে আঘাত করে,আমার বাবাকেও আঘাত করে,তারপর রুমের মধ্যে আমাদেরকে আটকিয়ে দর্জা লাগিয়ে দেয় ডাকাতদল,আটকানো রুম থেকে আমি রাত ৩টা ২৮ মিনিটে ৯৯৯ এ কল দেই,এবং কিছুক্ষণ পরই পুলিশ আসে, এবং এলাকার মানুষ জড়াও হলে ডাকাত দল পালিয়ে যায়।

এতে উদ্ধারকৃত ছুরিটি পুলিশ থানায় নিয়ে যায় বলে জানিয়েছেন রিপনের স্ত্রী।

উক্ত ঘটনায় রিপনের বাসায় ডাকাতদল ডাকাতি করতে না পারলেও,রিপন জানায় পাইকারচরে যেভাবে দিন দিন ডাকাতির সংখ্যা বেড়ে চলেছে,এতে আমাদের রাতে নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কায় থাকতে হয়।

রাতে পুলিশি পাহাড়া আরো জোরদার করতে হবে,এবং এ ডাকাতদলকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।