সম্পাদক
মোঃ কামাল হোসেন, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আজ ১৪ মে ২০২৪ খ্রিঃ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গার সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার জন্য বিশেষ কাজের স্বীকৃতি স্বরুপ জনাব মোঃ নাজিম উদ্দিন আল-আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্); জনাব জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার(দামুড়হুদা সার্কেল); পুলিশ পরিদর্শক/জনাব মোঃ সাইফুল ইসলাম, এসআই/ মোঃ ফারুক হোসেন, উভয় ডিএসবি; এসআই/পলাশ পারভেজ, তিতুদহ পুলিশ ক্যাম্প, এএসআই/ ফিরোজ হোসেন, জীবননগর থানা, কনস্টেবল/ইমন খান, মোঃ মিঠুন হাসান, সেলিম হাসান, রাসেল রানা, সর্ব ডিএসবি এবং কনস্টেবল/ নাঈম হাসান, পুলিশ অফিস, চুয়াডাঙ্গাসহ মোট ১১(এগারো) জন চৌকস পুলিশ সদস্যকে পুলিশ সুপার মহোদয় ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং দাপ্তরিক কার্যবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করায় মার্চ-এপ্রিল/২৪ মাসে ভালকাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, জনাব সেকেন্দার আলী, চুয়াডাঙ্গা সদর থানা; শ্রেষ্ঠ এসআই(থানা পর্যায়ে)/ এসএম রায়হান, জীবননগর থানা এবং মোঃ মেফাউল হাসান; শ্রেষ্ঠ এএসআই (থানা পর্যায়ে)/মোঃ শাহীন সরদার, দর্শনা থানা এবং মোঃ রওশন আলী, আলমডাঙ্গা থানা; শ্রেষ্ঠ এসআই(ফাঁড়ী/ক্যাম্প পর্যায়ে)/মোঃ হারুন অর রশিদ এবং মোঃ তারিফুজ্জামান; শ্রেষ্ঠ এএসআই (ফাঁড়ী/ক্যাম্প পর্যায়ে)/মোঃ সাব্বির হোসেন, পাইকপাড়া পুলিশ ক্যাম্প, আলমডাঙ্গা থানা এবং মোঃ সাইদুর রহমান, কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প; সর্বোচ্চ সাজা ওয়ারেন্ট নিস্পত্তি এএসআই/ মোঃ জহিরুল ইসলাম, জীবননগর থানা; শ্রেষ্ঠ সার্জেন্ট/মোঃ নবাব আলী এবং টিএসআই/ মোঃ মোমিনুর রহমান, সদর ট্রাফিক; বিশেষ পারফরম্যান্স (হারানো মোবাইল ও বিকাশের টাকা উদ্ধার) এসআই/ মোঃ সাজ্জাদ হোসেন এবং এএসআই/ মোঃ রজিবুল হক, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল; বিশেষ পুরস্কারঃ এসআই/মুহিদ হাসান, ডিবি; মোঃ রইচ উদ্দিন শরিফ,ডিএসবি; এএসআই/মোঃ রুবেল ইসলাম, বিভাগীয় ভান্ডার, পরিছন্নতাকর্মী/ শ্রী আকাশ বাঁশফোড়, পুলিশ সুপারের কার্যালয়, চুয়াডাঙ্গাসহ সর্বমোট ২৯(উনত্রিশ) জন চৌকস পুলিশ সদস্যকে পুলিশ সুপার মহোদয় ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা, মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন ডিউটি, হোন্ডা মোবাইল, জাল টাকা/অজ্ঞানপার্টি/মলমপার্টি চক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র-গুলি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার, ভাড়াটিয়া তথ্যফরম পূরণ, আইন-শৃঙ্খলা রক্ষাসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা/গুজব রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। আগামী ২১ মে ২০২৪ তারিখ চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা থানায় উপজেলা নির্বাচন উপলক্ষে পুলিশী টহল বৃদ্ধিসহ অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা হয়। পরিশেষে, পুলিশ সুপার মহোদয় সকল অফিসার ও ফোর্সের উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে যথাযথভাবে পালনের আহ্বান জানান।

