
আন্তর্জাতিক ডেস্ক:
স্থানীয় নির্বাচনে অভিবাসীদের ভোটাধিকার দিতে আনা নির্বাচনি সংস্কার পরিকল্পনার প্রতিবাদে ফরাসি অঞ্চল নিউ কালেডোনিয়ার নোমিয়ায় দাঙ্গার পর কার্যত অচলাবস্থা বিরাজ করছে৷
শহরজুড়ে থমথমে পরিস্থিতি৷ জারি করা হয়েছে কারফিউ৷ বন্ধ করে দেয়া হয়েছে আন্তর্জাতিক বিমান বন্দর৷ ঘটনার পরিপ্রেক্ষিতে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী তার সফর স্থগিত করেছেন৷
নিউ কালেডোনিয়ার রাজধানী নোমিয়ায় সোমবার রাতভর দাঙ্গার পর মঙ্গলবার সকালে সবাইকে ‘ধৈর্য্য ধরা ও শান্ত থাকার' আহ্বান জানিয়েছে স্থানীয় সরকার৷ এদিন এক বিবৃতিতে সরকারের পক্ষে আরো জানানো হয়েছে, ‘‘দশকের পর দশক ধরে গড়ে উঠা একটি অঞ্চল অসন্তোষ, হতাশা এবং ক্রোধের কারণে ধ্বংস হতে পারে না এবং এর ভবিষ্যৎ অনিশ্চিত হতে দেয়া যায় না৷''
ইন্দো-প্যাসিফিক সংলগ্ন এবং অস্ট্রেলিয়ার পূর্ব দিকের এই ফরাসি অঞ্চলে দাঙ্গার পর ১২ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে৷ নিরাপত্তার জন্য শহরজুড়ে নামানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে৷
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নোমিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছে এবং সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে৷
নিউ কালেডোনিয়া হাই কমিশন জনসমাগম এবং অ্যালকোহল বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে৷ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে৷
কমিশনপ্রধান লুই লে ফ্রাঙ্ক জানিয়েছেন, দাঙ্গার ঘটনায় ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, আহত হয়েছেন অনেকেই৷ কিন্তু সোমবার রাতে দাঙ্গায় কোনো সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি৷
শ দুয়েক তরুণ অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়ে এই দাঙ্গা শুরু করেন বলেও জানিয়েছেন তিনি৷ বলেছেন, তারাই সহিংসতা করেছেন এবং পুলিশই ছিল তাদের লক্ষ্যবস্তু৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালাতে বাধ্য হবে বলে বিক্ষোভকারীদের সতর্ক করতে বাধ্য হয় বলেও দাবি তার৷
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.