ওমর ফারুক
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
মঙ্গলবার ১৪ মার্চ সন্ধায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন জায়গাসহ খড়িবাড়ী বাজারে ভাঙ্গামোড় ইউনিয়নের ইউপি সদস্য শামসুদ্দিন বাবলা ব্যাপারী ও আমানুর রহমান রতনের নেতৃত্বে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে প্রতীক বরাদ্দের পর দুই দুইবারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকারের মোটরসাইকেল মার্কার একটি বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছয়টি ইউনিয়নের মধ্যে বড়ভিটা ও ভাঙ্গামোড় ইউনিয়নে খড়িবাড়ী বাজারটা অবস্থিত।
এ সময় মোটরসাইকেল মার্কার সাবেক সফল উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহাজান আলী বাদশা, ২ নং শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল আলম সোহেল,মোহাম্মদ আলী বিশিষ্ট ব্যবসায়ী খড়িবাড়ি বাজার, মোজাম্মেল হক সাবেক ইউপি সদস্য, জহুরুল হক বসুনিয়া, দুলাল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী খড়িবাড়ী বাজার ,নুর ইসলাম (মাইনেস) উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দসহ ভোটার গন উপস্থিত ছিলেন।
এ সময় প্রার্থী মোটরসাইকেল মার্কার সমর্থিত ভোটারদের উপস্থিতি দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো জানান, আপনারা যদি পুনরায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, আমি বিগত দিনে যেমন আপনাদের সবাই নিয়ে কাজ করেছি, এবারো আপনাদের পাশে নিয়ে উন্নয়নের কাজ গুলি করবো ইনশাআল্লাহ।

