
নিজস্ব প্রতিনিধি-
নরসিংদী সদর উপজেলা মাধবদী পৌরসভার ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আশ্রাফুল ইসলাম শাওন ও তাঁর পরিবারের লোকের উপর হামলা করেছেন একই ওয়ার্ডের বাসিন্দা হালিম গং সহ ৫ জন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাত্রলীগ সভাপতি শাওনের মায়ের মাথায় ব্যান্ডেজ ও হাতে ক্ষত,একই সঙ্গে দেখা যায় শাওনের বাবার শরীরের বিভিন্ন অংশ জুড়ে ক্ষত।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে শাওনের মা জানান,গত ১২-ই মে রবিবার রাত ৯ঃ৩০ টার দিকে আমার স্বামীকে হালিম,শুভ সামির সহ কয়েকজন এলোপাতাড়ি মারধর করতে থাকে,তারপর আমি এগিয়ে গেলে হাসান আলীর ছেলে হালিম আমাকে মেরে ফেলার উদ্দেশ্য মাথায় আঘাত করে এবং আমার মাথা ফাটিয়ে ফেলে তাঁরা।
এখন আমি চোখেও ঝাঁপসা দেখি,আমার সাথে কিস্তির ১০ হাজার টাকার মতো ছিল, সেই টাকাটাও নিয়ে যায় তারা।
শাওনের বাবার কাছে জানতে চাইলে তিনি জানান,আমার ছেলে ছাত্রলীগ করায়,হালিম ও তাঁর বাহিনী বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলে, আমার ছেলেকে বিভিন্ন জায়গায় ছোট করে কথা বলে, এটাকে কেন্দ্র করে তাঁরা আমার ছোট ছেলে আরিয়ান ইসলামকে মারধর করে,এতে আমার বড় ছেলে শাওন ছোট ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁকেও মারধর করে,এ সংবাদ শুনে আমি আমার ব্যবসায় প্রতিষ্ঠান থেকে সরাসরি বাসায় আসতে, বাসায় ঢুকতেই আমাকে তাঁরা এলোপাতাড়ি মারধর করে।
এ বিষয়ে থানায় মামলা করেছেন কিনা জানতে চাইলে তিনি জানান,আমরা ৬ জনকে আসামি করে নরসিংদী জজ কোর্টে মামলা দায়ের করেছি,আসামিরা হলেন,১ হালিম-পিতা-হাসান আলি,২ শুভ-পিতা-নেসার মিয়া,৩ সামির মিয়া-পিতা-হালিম,৪,রিতা বেগম-স্বামী-হালিম ৫, সাহিদা-স্বামী- নেছাব ৬, আরিয়ান-পিতা-আবুল হোসেন।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে শাওন জানান,হালিম গং ও তাঁর বাহিনী ৫ জন আমার মা শেফালি বেগম,বাবা আলমগীর হোসেন, বোন-পারভিন,বোন,শারমিনকে মারধর করে। হালিম গং ও তাঁর বাহিনী বিএনপির রাজনীতি করে এবং সমাজে বিভিন্ন অসামাজিক কর্মকান্ড করে থাকে,এতে আমরা বাঁধা দিলে আমাদের উপর তাঁরা হামলা চালায়,এছাড়াও আমি ছাত্রলীগ রাজনীতি করায় তারা আমাকে বিভিন্ন বাজে মন্তব্য করে।আমি এই হালিম গং ও তাঁর বাহিনিদের সুষ্ঠু বিচার চাই।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.