
আরফান আলী, শেরপুর:
হিজড়া সম্প্রদায় বা তৃতীয় লিঙ্গের মানুষদের নাম শুনলেই হাতের তালি, ট্রেনে কিংবা বাসে, রাস্তায় কিংবা বাজারে চাঁদাবাজির কথা মনে পড়ে। তবে এদের ব্যাতিক্রম দেখিয়েছেন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার একজন তৃতীয় লিঙ্গের মানুষ।
যার নাম নুরুজ্জামান। তিনি হজ্বও করেছেন। এর জন্য এলাকার সবাই তাকে আলহাজ্ব নুরুজ্জামান বলে ডাকেন।
নিজস্ব অর্থায়নে মুসলিমদের নামাজ আদায় করার জন্য শ্রীবরদী কলাকান্দা এলাকায় তৈরি করেছেন এক দৃষ্টিনন্দন মসজিদ যার নাম দিয়েছেন দক্ষিণ কলাকান্দা নূরানী মডেল জামে মসজিদ।
মসজিদের কাজ শেষ হলেও বড় গম্বুজটির কাজ এখনো বাকি আছে। দূরদূরান্ত থেকে এই দৃষ্টিনন্দন মসজিদ দেখতে ছুটে আসেন দর্শনার্থীরা। মসজিদে ইমাম থাকার জন্য একটি রুম ও অযু করার স্থান রয়েছে।
স্থানীয়রা জানান, আলহাজ্ব নুরুজ্জামান অনেক বড় মানের মানুষ। উনার কাছে কেউ দাবি নিয়ে গেলে কেউ ফিরে আসে না। উনি যেরকম কাজ করেন, একজন এমপি মন্ত্রীরাও এমন কাজ করতে পারে না।
নুরুজ্জামানের ভাতিজা মিলন জানান, আমার কাকা দেশের বাইরে থেকে এই মসজিদ নির্মাণ করছে। আমি শুরু থেকেই দেখাশোনা করে আসছি। এই মসজিদ ছাড়াও তিনি গণ কবরস্থান তৈরি করেছেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.