ওমর ফারুক

ফিলিস্তিনে অব্যাহত জায়নবাদী ইসরাইলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থনে বিশ্বব্যাপী চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নির্বাক পদযাত্রা ও পতাকা র‍্যালী করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান পটক থেকে এ পদযাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ শেষে গ্রাউন্ড ফ্লোরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এএসএম হাসিবুল্লাহর সঞ্চালনায় পদযাত্রা পূর্ব সমাবেশে বক্তারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় জায়নবাদী ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান।

নারী শিশুসহ শহিদ ফিলিস্তিনের প্রতি শোক জ্ঞাপন করেন। বক্তারা বলেন, ইসরায়েল এর এই বর্বরোচিত হামলার জন্য তার পশ্চিমা দোসররাও সমানভাবে দায়ী। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক অর্থ ও অস্ত্র সহায়তার মাধ্যমে এই হামলার অন্যতম মদদদাতা হিসেবে বাইডেন প্রশাসনকে দায়ী করেন।

নির্বাক পদযাত্রা শেষে মুনাজাত পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি হাসান মাহমুদ বাংলাদেশ সরকারের নিকট ফিলিস্তিনে ত্রাণ চিকিৎসা ও আনুষঙ্গিক সহায়তা প্রেরণের অনুরোধ জানান। দেশে ইসরাইল ও তার দোসরদের বাণিজ্যিক পণ্য রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবী জানান।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এএসএম হাসিবুল্লাহর সঞ্চালনায় নির্বাক পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি হাসিবুল হোসেন, জয়েন্ট সেক্রেটারি খালিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক নুরুল আমীনসহ প্রমুখ।