
মোঃ শাহ আলম, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের দুলাল সিদ্দিকী নামে এক যুবক দীর্ঘদিন যাবত এলাকায় নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। সরকারি ইট ও রড চুরি, চোরদের আশ্রয় দেওয়া , ব্যবসায়ীদের সঙ্গে ঝামেলা করা,বেকারিতে গিয়ে হুমকি ধমকি দেওয়া, মাদক সেবন করা সহ নানা রকম অপকর্ম চালিয়ে যাচ্ছে।
কেউ তার বিরুদ্ধে কথা বললেই তাকে পুলিশ দিয়ে হয়রানি করা ,পত্রিকায় সংবাদ প্রকাশ করে মানহানী করার হুমকি দেয়। সেই সাথে দুলাল সিদ্দিকী নিজেকে যুবলীগের নেতা পরিচয় দিয়ে পুলিশের কাছ থেকে সুবিধা নিয়ে থাকে। সম্প্রতি মাধবপুর - ধর্মঘর সড়কের গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের কাছে একটি ব্রীজ নির্মানের সময় সেখানে মজুদ রাখা ইট চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় ব্রীজের ঠিকাদার বিষয়টি পুলিশ কে জানালে পুলিশ দুলাল সিদ্দিকী কে খবর দিয়ে থানায় নিয়ে আসে। পরবর্তীতে বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের মাধ্যমে আপেষে নিষ্পত্তি করা হয়। তবে পুলিশ তার ট্রাক্টরটির বিরুদ্ধে মামলা দেয়। পরে দুলাল সিদ্দিকী মামলা শেষ করে থানা থেকে ট্রাক্টর টি ছাড়িয়ে নেয়।
সম্প্রতি দুলাল সিদ্দিকী বাদি হয়ে মাধবপুর থানার অন্তর্গত কাশিমনগর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য নাঈমুর রহমান দূর্জয় এর কাছে টাকা ধার চেয়ে না পেয়ে ওই পুলিশ সদস্যের নামে হবিগঞ্জ পুলিশ সুপারের নিকট একটি মিথ্যা অভিযোগ করেন। অভিযোগ পত্রে দুলাল সিদ্দিকী নিজেকে স্থানীয় একটি সংবাদপত্র দৈনিক প্রভাকর এর সাংবাদিক পরিচয় দেয়।
কিন্তু ওই পত্রিকার সম্পাদক জানান, দুলাল সিদ্দিকী নামে কোন প্রতিনিধি দৈনিক প্রভাকর এ নেই। অথচ সে সাংবাদিক পরিচয় দিয়ে একজন নিরিহ পুলিশ সদস্যকে বিপদে ফালানোর পায়তারা করছে। মিথ্যা সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন ধরে পুলিশ এবং সাধারণ জনগণনের সাথে প্রতারণা করে আসছে। তার মাদক সেবন, ইয়াবা সেবনের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এলাকাবাসীর দাবী তাকে যে দ্রুত আইনের আওতায় আনা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.