
হারুন শেখ, রামপাল (বাগেরহাট) সংবাদদাতা:
বাগেরহাটের রামপালে মেধাবী অন্বেষণ কুইজ প্রতিযোগিতায়-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মে) সকাল ১১ টায় রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে রামপাল কলেজ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, খুলনা মোঃ হুসাইন শওকত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ফকরুল হাসান।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ হুসাইন শওকত নিজেই মেধাবী অন্বেষণ কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন রামপাল কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সমীর কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল-কুদ্দুস, উপজেলা একাডেমিক সুপারভাইজার পুষ্পেন সরকার, প্রভাষক মোঃ সাইফুল আলম বকতিয়ার, শেখ শাহনেওয়াজ, মোঃ মোস্তফা কামাল পলাশ, জীবন দ্যুতি চক্রবর্তী, মানবেশ রায়, কামনাশীষ মন্ডল, আইসিটি অফিসার রনিক হালদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.