
এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে লণ্ডভণ্ড ভোলার সকল উপজেলা। ভেঙে পড়েছে অসংখ্য ঘরবাড়ি। এরইমধ্যে ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে জেলার লালমোহন উপজেলায় ঘর চাপায় মনেজা খাতুন (৫৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার ভোর রাতের দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকায় প্রচন্ড বাতাসে নিজ ঘর ভেঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে। ঘর ভেঙে পরার সাথে সাথেই তিনি ঘটনাস্থলে নিহত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এতে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়। তার পিতার নাম সিদ্দিক মাঝি। নিহতের পরিবারকে সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা হবে।
ঘর চাপায় নারীর মৃত্যু পর ঘরচাপা পড়ে জেলার দৌলতখান উপজেলায় মাইশা আক্তার (৪) নামে আরেক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (২৭ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে।মাইশা দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মো. মনির হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, রোববার (২৬ মে) রাতে মনির হোসেন তার বসতঘরে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে তার বসতঘরে পড়ে। ওই সময় ঘরচাপা পড়ে মাইশার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এতে তাদের পরিবারের আরও তিনজন আহত হন।
নিহতের বাবা পাগলপ্রায় মনির হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে পড়লে আমার মেয়ে ঘরচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। শত চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারিনি।
’ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল।তিনি বলেন, দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ঘরচাপা এক শিশুর মৃত্যু হয়েছে।
এ ছাড়াও লালমোহনের পশ্চিম চরউমেদ গ্রামে ঘরচাপা মনেজা খাতুন নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি।’
জেলার আরেক উপজেলা বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ৬নং ওয়ার্ডের পঞ্চায়েত বাড়ির জাহাঙ্গীর পঞ্চায়েতের পেটের মধ্যে গাছের ডাল ভেঙ্গে প্রবেশ করায় তিনি মারা যান।
তার পরিবারের সদস্যরা জানান, সোমবার (২৭মে) সকাল আনুমানিক ৯ টার দিকে বৃষ্টি শেষে রাস্তায় বেরিয়ে জমি দেখতে যাওয়ার সময় হঠাৎ দমকা বাতাসে গাছের ডাল ভেঙ্গে তার পেটের মধ্যে প্রবেশ করে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির।তিনি বলেন, বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ৬নং ওয়ার্ডের পঞ্চায়েত বাড়ির জাহাঙ্গীর পঞ্চায়েতের পেটের মধ্যে গাছের ডাল ভেঙ্গে প্রবেশ করায় তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।তার পরিবারের সদস্যদের জন্য এখন যা যা করার দরকার তা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.