সম্পাদক

নিউজ ডেস্ক:

এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে অন্যতম সন্দেহভাজন মো. সিয়াম হোসেনকে নেপালে আটক করা হয়েছে। বৃহস্পতিবার নেপালের পুলিশ তাকে আটক করেছে বলে জানা গেছে। ঘটনার প্রেক্ষিতে এবার নেপাল যাচ্ছেন ডিবির ৩ সদস্য এবং এন‌সি‌বির (ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো) একজনসহ চার সদস‌্যদের প্রতিনিধি দল।

শনিবার (১ জুন) সকা‌লে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান হারুন অর রশীদের নেতৃ‌ত্বে তিনজন ডি‌বি দ‌লের সদস‌্য ও একজন এন‌সি‌বির (ন‌্যাশাল সেন্ট্রাল ব‌্যু‌র) সদস‌্যসহ মোট চার জ‌নের এক‌টি দল যা‌চ্ছেন নেপা‌লে।

মূলত এ‌মপি আজিম হত‌্যাকাণ্ডের ঘটনায় জ‌ড়িত গুরুত্বপূর্ন আসামীদের ম‌ধ্যে অনেকে নেপা‌লের কাঠমান্ডুতে র‌য়ে‌ছে ব‌লে ধারণা করছেন ডিএম‌পি ডি‌বি প্রধান হারুন অর র‌শিদ।

বিমানবন্দ‌রে সাংবা‌দিক‌দের হারুন অর র‌শীদ ব‌লেন, এই হত‌্যাকাণ্ডের মূল প‌রিকল্পনাকারী আক্তরাজ্জুমান শা‌হি‌নের সহ‌যোগী সিয়াম নেপা‌লে গ্রেপ্তারের কথা শু‌নেছি।

হারুন আ‌রও জানান, এই হত‌্যাকা‌ণ্ডের সা‌থে জ‌ড়িত অনেকে নেপা‌লের কাঠমান্ডু‌তে অবস্থান কর‌ছেন, সে‌টি নি‌য়েই তদন্ত করতে যা‌চ্ছেন তার দল। এই সময় তি‌নি আ‌রও ব‌লেন, ইন্টারপোল‌কে ইতোম‌ধ্যে চি‌ঠি দেয়া হ‌য়ে‌ছে, কাঠমান্ডু পু‌লি‌শের স‌ঙ্গে তথ‌্য আদানপ্রদান চল‌ছে বলেও জানান তিনি।