
নিজস্ব প্রতিবেদক:
গত মঙ্গলবার নরসিংদী সদর উপজেলা মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুল হাসানকে নির্মমভাবে গুলি করে ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্বরা। ঘটনাস্থল হতে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এবং তার সহযোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে।
এই হত্যাকান্ডের সাথে জড়িত মাস্টার মাইন্ড রাসেল মাহমুদ দেশ হতে পালিয়ে দক্ষিণ আফ্রিকা ফেরার হচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় মাধবদী থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ টিম ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছালে তাকে বহণকারী বিমান রানওয়ে থাকায় বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের সহায়তায় কাতার ইমিগ্রেশন পুলিশের সাথে যোগাযোগ করলে তাকে কাতার ইমিগ্রেশন পুলিশ বিমান টেক অফ করলে কাতার বিমানবন্দর হতে গ্রেফতার করে ফিরতি ফ্লাইটে দেশে পাঠালে বাংলাদেশী ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করে তাকে নরসিংদী জেলা পুলিশের হাতে হস্তান্তর করে। নরসিংদী জেলা পুলিশ ৩১ মে শুক্রবার তাকে নিয়ে নানা জায়গায় গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেন। ১ জুন শনিবার সকালে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার নরসিংদী মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।
এসময় নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন "আমরা কোন অপরাধীকে ছাড় দিবোনা অপরাধী যেই হোক" এপর্যন্ত ঘটনার ৭২ ঘন্টার মধ্যে এজহারনামীয়সহ ৮ জনকে নরসিংদী জেলা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয় এবং বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। ঘটনায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.