
গাজী ইসমাঈল ভাঁওয়ারী, বিশেষ প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। সরেজমিনে গিয়ে জানা যায়,বুধবার(৫ জুন)রাতে মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পূর্ব নয়াপাড়া গ্রামের ভাঁওয়ার ময়দানে অবস্থিত পল্লী বিদ্যুতের খুঁটি থেকে দু,টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা।
স্থানীয়দের ধারণা বুধবার রাতে বিদ্যুৎ না থাকাকালীন সময়ে চোর চক্রের সদস্যরা এই ঘটনাটি ঘটিয়েছে। এ ব্যাপারে বৃহঃবার সকালে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধিনস্থ মনোহরদী যোনাল অফিসের অন্তর্গত খিদিরপুর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোঃএনামূল হক জানান, আমরা ট্রান্সফরমার চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পল্লী বিদ্যুতের দুই লোক আসেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করর কথা বলেন।
এ সময় তিনি আরো জানান, এর আগেও পাশ্ববর্তী ডোমনমারা, কৃষ্ণপুর এবং বীরগাঁও গ্রামে চোর চক্রের সদস্যরা এ ধরণের ঘটনা ঘটিয়েছে।
এতে করে গ্রাহকদের যেমন সমস্যা হচ্ছে,তেমনি পল্লী বিদ্যুৎ সমিতিও অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে,আমরা এই চোর চক্র টিকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের ও সহযোগিতা কমনা করছি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.